করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এমন সন্দেহভাজনদের ঘরে নিয়ে যাওয়া হবে বহনযোগ্য পরীক্ষার যন্ত্র। এরপর মাত্র পাঁচ মিনিটেই জানিয়ে দেওয়া হবে সন্দেহভাজন ব্যক্তি করোনা আক্রান্ত কিনা।
এমনই দাবি করেছে যুক্তরাষ্ট্রের একটি ল্যাব। শুক্রবার অ্যাবোট ল্যাবরেটরিস নামে ল্যাবটির বিবৃতি তুলে ধরা হয় বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে।
অ্যাবোট ল্যাবরেটরিসের দাবি, আগামী সপ্তাহের মধ্যে এই যন্ত্র স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন (এফডিএ) তাদের জরুরি অনুমোদন দিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ছোট টোস্টার আকৃতিতে এবং আণবিক প্রযুক্তি ব্যবহার করে বানানো এই যন্ত্র পাঁচ মিনিটে কারো দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করতে পারে। আবার কারো করোনা নেগেটিভ হলে সেটা ১৩ মিনিটের মধ্যে জানাতে সক্ষম।
জয়নিউজ