চট্টগ্রামে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে অধিকাংশ পোশাক কারখানা বন্ধ থাকলেও খোলা রয়েছে ১৫টি কারখানা। এরমধ্যে চট্টগ্রাম ইপিজেডে একটি আন্তর্জাতিক পোশাক কারখানাও খোলা রয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামে প্রায় পাঁচ শতাধিক ছোট বড় পোশাক কারখানা রয়েছে। এরমধ্যে ৭০টি রয়েছে ইপিজেডে। এসব পোশাক কারখানার মধ্যে আউটসাইটে (ইপিজেডের বাইরে) ১২টি এবং ইপিজেডে ৩টি পোশাক কারখানা খোলা রয়েছে।
এদিকে সরকারের সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে, আগামী ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। কিন্তু এখনো এসব কারখানা খোলা রাখায় শঙ্কায় রয়েছে শ্রমিকদের পরিবাররা।