বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। একইসঙ্গে কারও মৃত্যুও হয়নি।
রোববার (২৯ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়। আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম ল্যাবে মোট ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখানে নতুন কেউ শনাক্ত হয়নি। এ পর্যন্ত করোনাভাইরাসে মোট সুস্থ হয়েছেন ১৫ জন। আগে আক্রান্তদের কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ না হওয়ায় এ সংখ্যা অপরিবর্তিত থাকছে।
প্রসঙ্গত, বাংলাদেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। মারা গেছেন ৫ জন।