করোনার কারণে ঘরবন্দি বাংলাদেশ। জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ। এ অবস্থায় কিছুটা হলেও শঙ্কিত প্রি-পেইড মিটারের গ্রাহকরা।
এদিকে প্রি-পেইড মিটারের গ্রাহকদের চিন্তামুক্ত করতে বাড়ানো হয়েছে গ্যাসের ইমার্জেন্সি ব্যালেন্স। এখন থেকে প্রি-পেইড মিটারে এক হাজার টাকা পর্যন্ত ইর্মাজেন্সি ব্যালান্স নেওয়া যাবে।
নিশ্চিন্ত থাকতে পারবেন বিদ্যুতের প্রি-পেইড গ্রাহকরাও। মিটারে টাকা ফুরিয়ে গেলেও চিন্তা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করলেই খুলে দেওয়া হবে মিটারের ব্লক।
জয়নিউজ