করোনায় প্রথম শিশুমৃত্যু, শঙ্কায় চিকিৎসকরা

করোনা বয়স্কদের জন্য ভয়ঙ্কর হয়ে এলেও শিশুদের ক্ষেত্রে তেমনটা হয়নি। তবে সবকিছু পাল্টে দিয়ে এবার করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু। এ ঘটনাকে নতুন আশঙ্কা মানছেন চিকিৎসকরা।

- Advertisement -

শনিবার (২৮ মার্চ) আমেরিকার শিকাগোয় এক বছরেরও কম বয়সের এক শিশুর মৃত্যু হয়। দেশটির জনস্বাস্থ্য দফতর নিশ্চিত করেছে, শিশুটি করোনায় ভুগছিল।

- Advertisement -google news follower

এদিকে করোনায় শিশুর মৃত্যু নতুন করে ভাবিয়ে তুলছে চিকিৎসকদের। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে আমেরিকার জনস্বাস্থ্য দফতরও। তাইতো দফতরের পরিচালক এনগোজি বলেছেন, এর আগে কখনও কোভিড ১৯-এর ফলে শিশুমৃত্যুর ঘটনা ঘটেনি। শিশুটির মৃত্যুর কারণ খুঁজে বের করতে সম্পূর্ণ তদন্ত হবে।

প্রসঙ্গত, আমেরিকায় ১ লাখ ২৩ হাজারেরও বেশি মানুষ ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ২২৯ জন।

- Advertisement -islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM