লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রমজীবী মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
সোমবার (৩০ মার্চ) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে হতদরিদ্র মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় করোনা সংক্রমণ এড়াতে ত্রাণ সহায়তা নিতে মানুষদের বসানো হয় নির্দিষ্ট দূরত্বে। প্রতিজনকে দেওয়া হয় ১০ কেজি চাল, দুই কেজি আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমন এড়িয়ে চলতে অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয় থেকে ১০০ মেট্রিকটন চাল ও নগদ ৭ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।এছাড়া আরো ৫০০ মেট্রিক টন চাল বরাদ্ধ চাওয়া হয়েছে।
জয়নিউজ/মনির/পিডি