করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে সাতকানিয়া রাস্তার মাথায় হাত ধোয়ার বেসিন স্থাপন করেছে সেনাবাহিনী।
সোমবার (৩০ মার্চ) বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেজর মশিউর রহমান।
এসময় তিনি বলেন, করোনাভাইরাস রোধে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, ঘন ঘন হাত ধোয়ার পরামর্শ দেন। এছাড়াও জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি।
এসময় উপজেলা সহকারী কমিশনার নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে সেনাবাহিানীর পক্ষ থেকে সাতকানিয়ার বিভিন্ন ইটভাটায় কর্মরত শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. বশিরুল ইসলাম, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, সাতকানিয়া থানার এসআই ওমর ফারুক।