তথ্যমন্ত্রীর উদ্যোগে দরিদ্রদের ত্রাণ বিতরণ শুরু

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে রাঙ্গুনিয়ায় দিনমজুর ও নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ার একটি কমিউনিটি সেন্টার থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করা হয়।

- Advertisement -google news follower

ত্রাণ বিতরণের এ কার্যক্রম অব্যাহত  থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রীর একান্ত সহকারী এমরুল করিম রাশেদ।

পৌরসভার মেয়র শাহজাহান সিকদার তথ্যমন্ত্রীর পক্ষে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন।

- Advertisement -islamibank

এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা মাস্টার আবদুর রউফ বলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ার ৫শ’ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ ১০ কেজির নিত্যপণ্য রয়েছে।
রাঙ্গুনিয়ার কর্মহীন অসহায় মানুষের জন্য তথ্যমন্ত্রীর ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় এনএনকে ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মাস্টার আবদুর রউফ, জসিম উদ্দিন তালুকদার, কাউছার নুর লিটন ও কাউন্সিলর মোহাম্মদ সেলিম প্রমুখ।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM