করোনাভাইরাস থেকে রক্ষা পেতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ২১টি ওয়ার্ডে ৩শ’ টি স্পটে হাত ধোয়ার পয়েন্ট স্থাপন করবেন বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার( ৩১ মাচ) নগরের প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন প্রকল্পকে (এলআইইউপিসি) ২০টি ওয়ার্ডের ৩৮৪টি স্পটে হতদরিদ্রদের হাত ধোয়ার পয়েন্ট হস্তান্তরের সময় এ কথা জানান।
মেয়র বলেন এ প্রকল্পটি পরিচালনা করছেন চট্টগ্রাম সিটি করপোরেশন। এতে আর্থিক সহায়তা দিচ্ছেন ইউএনডিপি ও ইউকেএইড। এ পয়েন্টগুলোতে থাকছে সাবান, পানির ট্যাংক ও বালতি। এছাড়া প্রকল্পের আওতায় প্রায় ৭৫ হাজার উপকারভোগীকে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে।
উপকরণ হস্তান্তরকালে মেয়র আরো বলেন করোনাভাইরাস মোকাবেলায় সঠিক নিয়মে হাত ধোয়ার কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, এ হাত ধোয়ার পয়েন্টসমূহ দরিদ্র বসতি এলাকার মানুষদের জীবন সুরক্ষায় ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, এলআইইউপিসি এর টাউন ম্যানেজার সরোয়ার হোসেন খান ও জিয়াউর রহমান।