প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে প্রতিদিনই হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে। হাজার হাজার মানুষ মারাও যাচ্ছে। প্রতিনিয়তই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, লাশের সারি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ লাখ ৫৭ হাজার ৮৫০ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২ হাজার ১৩০ জন।
তার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে ১২ হাজার ৪২৮ জন। ৮ হাজার ৪৬৪ জন মারা গেছে স্পেনে। মার্কিন যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৮৮৩।
মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত ফ্রান্সে মারা গেছে ৩ হাজার ৫২৩ জন। ৩ হাজার ৩০৫ জন চীনে। ইরানে মারা গেছে ২ হাজার ৮৯৮ জন। যুক্তরাজ্যের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৭৮৯ জন। জার্মানিতেও বাড়ছে মৃতের সংখ্যা ৭৭৫ জন।
আর বিশ্বব্যাপী ইতোমধ্যে ১ লাখ ৭৭ হাজার ১৪১ জন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছেন।