প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দুভাবে দেশে অফিস-স্কুল-আদালত সব বন্ধ। প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না কেউ। রাস্তাঘাট সব ফাঁকা। আর এতেই সবচেয়ে বিপাকে পড়েছেন রিকশা-ভ্যানচালকরা। অনেকে ফিরে গেছেন গ্রামের বাড়িতে। যারা আছেন তাঁদের পকেট এখন শূন্য। দোকানপাট বন্ধ থাকায় মালপত্র আনা নেওয়ার জন্য ভ্যানচালকদের এখন নেই কোনো তাড়া।
আর রাস্তার মোড়ে রিকশাচালকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পাচ্ছেন না কোনো যাত্রী্। একসময় অপেক্ষা প্রহর গুনতে গুনতে নেমে আসে অনাহারে চোখ বুজে আসে। দিনশেষে পরিবারের মুখে খাবার জোটাতে পারবেন তো, এই ভেবেই হঠাৎ ঘুম ভেঙে যায়। আবার রিকশার প্যাডেল ঘুরিয়ে বেরিয়ে পড়ে যাত্রীর সন্ধানে।
বুধবার (১ এপ্রিল) নগরের আমবাগান এলাকা থেকে ছবিগুলো তোলা।