কমিউনিটি পুলিশিংয়ের সহায়তায় আরো দেড় হাজার হতদরিদ্র পরিবারের পাশে সিএমপি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরো দেড় হাজার হতদরিদ্র পরিবারকে খাদ্য সংহায়তা দিবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

- Advertisement -

বুধবার (১ এপ্রিল) সকালে কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে দামপাড়া পুলিশ লাইনস’র জনক চত্বরে এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান।

- Advertisement -google news follower

কমিউনিটি পুলিশিংয়ের সহায়তায় আরো দেড় হাজার হতদরিদ্র পরিবারের পাশে সিএমপি

সিএমপি কমিশনার বলেন, সরকার যে কয়েকদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সে অনুযায়ী সবাইকে ঘরে অবস্থান করতে হবে। তাহলে সম্ভাব্য ক্ষতি থেকে আমরা রক্ষা পাবো।

- Advertisement -islamibank

এসময় হতদরিদ্র পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিতে এগিযে আসায় তিনি কমিউনিটি পুলিশিংয়ের নেতাবৃন্দদের ধন্যবাদ জানান।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মো. আব্দুল মালেক, সদস্য সচিব অহীদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM