মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে আরও কঠোর হচ্ছে সেনাবাহিনী।
বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী আগামীকাল থেকে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের (সঙ্গরোধ) বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। এছাড়াও সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অন্য দেশের মতো দেশেও জনজীবনে চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে এরই মধ্যে টহল দিচ্ছে সেনাবাহিনী।