ব্রিটিশ এয়ারওয়েজ প্রায় ৩৬ হাজার কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে। করোনার কারণে বিশাল লোকসানের কারণে সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে। শিগগির এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
এদিকে সিদ্ধান্তটি কার্যকর হওয়া মানে নিজেদের ৮০ শতাংশ কর্মীই হারাতে যাচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মহামারি করোনাভাইরাসের কারণে বেশিরভাগ বিমান বসিয়ে রেখেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এক সপ্তাহের বেশি সময় ধরে তারা ইউনিট ইউনিয়নের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে। দুই পক্ষের সম্মতিতেই এমন ঘোষণা আসছে।
জয়নিউজ