করোনাভাইরাসের পরীক্ষা আরো বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন প্রতিটি উপজেলা থেকে অন্তত দুটি করে নমুনা নিয়ে ১ হাজার পরীক্ষার নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনাভাইরাসে বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে অনলাইনে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিবুর রহমান এ তথ্য জানান।
ডা. হাবিবুর রহমান বলেন, ঢাকার প্রতিষ্ঠানগুলোর বাইরে আরো ৪টি প্রতিষ্ঠানে এখন করোনার পরীক্ষা হচ্ছে। এটি আরো বাড়ানো হচ্ছে।
করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ থাকায় গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এখন পর্যন্ত ৭৮ জন আইসোলেশনে আছেন।