করোনার কারণে ৯ এপ্রিল পর্যন্ত দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। তবে তবে কাঁচাবাজার, মুদি দোকান, সুপারশপ ও ওষুধের দোকান খোলা থাকবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ঘোষণা অনুযায়ী করোনাভাইরাস সংক্রমণ রোধে ৯ এপ্রিল পর্যন্ত সারাদেশের দোকানপাট ও বিপণিবিতান বা শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তারা সব দোকান মালিক ও কমর্চারীদের ঘরে অবস্থানের অনুরোধ জানান।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্তের একদিন পর এ সিদ্ধান্ত নিল ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।
করোনার কারণে প্রথমে দোকান মালিক সমিতি ২৫-৩১ মার্চ পর্যন্ত দোকানপাট ও বিপণি-বিতান বন্ধ রাখার ঘোষণা দেয়। পরে সেটি ৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। আজ তৃতীয় দফায় ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিল সমিতি।