করোনায় ভুগছে বিশ্ব। এর আঁচ লেগেছে বাংলাদেশেও। করোনা প্রতিরোধে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ঘরে থাকার।
কয়েকদিনের কর্মহীনতায় খেটে খাওয়া অনেক পরিবারেই ভর করেছে দারিদ্র্য। তবে এই দারিদ্র্যতার যাঁতাকলে যাতে সাধারণ মানুষ পিষ্ঠ না হয় সেজন্য শুরু থেকেই সতর্ক সরকার।
বঙ্গবন্ধুকন্যা ভিডিও কনফারেন্সে আহ্বান জানিয়েছেন, সরকারের পাশাপাশি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দরিদ্রদের পাশে দাঁড়ানোর। জাতির জনকের কন্যার আহ্বানে সাড়া দিয়ে দেশের অসংখ্য ব্যবসায়ীর পাশাপাশি চাকরিজীবীরাও যার যার সাধ্যমতো নেমে পড়েন ত্রাণ নিয়ে।
ত্রাণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী খেয়াল রাখতে বলেছিলেন, একই ব্যক্তি যেন বারবার ত্রাণ না পায়, আবার কেউ যেন বাদ না যায়।
প্রধানমন্ত্রীর এ কথার বাস্তবায়নে এবার ত্রাণ নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। এলাকায় এলাকায় ছুটে যাচ্ছে সেনা সদস্যরা, হাতে হাতে পৌঁছে দিচ্ছে ত্রাণ। দেশের কোনো দরিদ্র মানুষ যাতে অভুক্ত না থাকে সেজন্যই ঘরে ঘরে গিয়ে হাতে হাতে ত্রাণ তুলে দিচ্ছে সেনাবাহিনী। তবে ত্রাণ নিয়ে এলাকায় যাওয়ার আগে সেনা সদস্যরা খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হচ্ছেন ওই এলাকার দরিদ্রদের বিষয়ে।
জয়নিউজ