চাকরিহারা প্রবাসীদের প্রণোদনা দেবে সরকার

করোনাভাইরাসের কারণে চাকরি হারানো প্রবাসী শ্রমিকদের আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। রোববার (৫ এপ্রিল) এ প্রণোদনা দেওয়ার কথা জানান তিনি।

- Advertisement -

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোতে স্থানীয় জনগণের মতো অবস্থানরত প্রবাসীরাও লকডাউনে সমস্যার মধ্যে রয়েছে। এ সময়ের ধাক্কা সামাল দিতে তাদের নগদ অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। প্রবাসী কর্মীদের খাদ্য, আবাস, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনে বাংলাদেশ সরকার এ অর্থ সহায়তা দেবে। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো চাহিদা দেওয়ার পর সহায়তার পরিমাণ নির্ধারণ হবে।

- Advertisement -google news follower

আরো পড়ুন: ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশে করোনাভাইরাস ঠেকাতে লকডাউন অব্যাহত রয়েছে। প্রবাসীদের কাজ বন্ধ। নিজ গৃহে বসবাস করতে হচ্ছে। অনেকের নিয়োগকর্তা বেতন, খাদ্য, বাসস্থান, মেডিসিন ইত্যাদি দিচ্ছেন। কিন্তু যাদের নির্দিষ্ট নিয়োগকর্তা নেই, এখানে সেখানে কাজ করছে তাদের আয় নেই, করোনা সংক্রমিত হওয়ার ভয়ে বাইরে যেতে পারছেন না, তাদের মূলত দিন যতই যাচ্ছে দুশ্চিন্তা ততই বাড়ছে। তারা না পারছে দেশে যেতে, না পারছে আয় করতে। সরকারের এ ঘোষণা তাদের জন্য কিছুটা হলেও স্বস্থি ফিরে আসবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM