করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উদ্বুধ পরিস্থিতিতে ধলই ইউনিয়নের কর্মহীন, শ্রমজীবী ও অসহায় তিন হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন হাটহাজারীর ধলই ইউপি চেয়ারম্যান মো. আলমগীর জামান সিআইপি।
রোববার (৫ এপ্রিল) সকালে বিভিন্ন খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন তিনি।
ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উল্লাহসহ সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধলই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা ও ইউপি সদস্যরা।
ত্রাণ বিতরণকালে আলমগীর জামান বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করেছে। সরকার চেষ্টা করছে এ পরিস্থিতি মোকাবেলায় মানুষের পাশে থাকতে। কিন্তু সরকার একার পক্ষে এ পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। সমাজের যারা বিত্তবান আছে তাদের এগিয়ে আসতে হবে। সরকার যেসব ত্রাণ সামগ্রী দিয়েছে তার পাশাপাশি আমি ব্যক্তিগত পক্ষ থেকে ৩ হাজার পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।