ক্রিস্টেন স্টুয়ার্ট এবার অ্যাঞ্জেলস

জয়নিউজবিডি ডেক্স:আবেদনময়ী নারী গোয়েন্দা ত্রয়ীর কথা বললে দর্শকদের মনে পড়ে যায় “চার্লি’স অ্যাঞ্জেলস” সিরিজের কথা। বুদ্ধি খাটিয়ে ও মার্শাল আর্টের মাধ্যমে মিশন সফল করে তারা। তাদের মজার কাণ্ডকীর্তি চোখে ভাসলে এখনও হাসি আসে।

- Advertisement -

সুখবর হলো, ১৬ বছর পর বড় পর্দায় ফিরছে “চার্লি’স অ্যাঞ্জেলস”। নতুন ছবিতে একজন ‘অ্যাঞ্জেল’ হিসেবে অভিনয় করবেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। এবারই প্রথম ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে কাজ করতে দেখা যাবে তাকে।

- Advertisement -google news follower

ছবিটির অন্য দুই ‘অ্যাঞ্জেলস’ ভারতীয় বংশদ্ভুত ব্রিটিশ অভিনেত্রী নাওমি স্কট (দ্য পাওয়ার রেঞ্জার্স, আলাদিন) ও কৃষ্ণাঙ্গ রন্ধনশিল্পী লরেইন পেসকেলের মেয়ে এলা ব্যালিনস্কা (অ্যা মডার্ন টেল)।

নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিটি পরিচালনা করবেন হলিউড অভিনেত্রী এলিজাবেথ ব্যাঙ্কস। তিনি বলেছেন, “আমার কাছে চার্লি’স অ্যাঞ্জেলস হলো, সত্তর দশক থেকে নারীর ক্ষমতায়নকে উদযাপন করার সত্যিকারের ব্র্যান্ড। নতুন ছবির মাধ্যমে আধুনিক ও বৈশ্বিক অ্যাঞ্জেলসদের নতুন যুগ শুরু হবে।”

- Advertisement -islamibank

বড় বাজেটের ছবি পরিচালনায় নারীদের ওপর আস্থা রাখা ও জাতিগত বৈচিত্র্যের ট্রেন্ড চলছে হলিউডে, নতুন “চার্লি’স অ্যাঞ্জেলস” ছবিতেও রয়েছে সেই রেশ। সনি পিকচার্সের পরিবেশনায় ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পরিচালনা ছাড়াও বসলি চরিত্রে অভিনয় করবেন এলিজাবেথ ব্যাঙ্কস। যদিও এই ফ্রাঞ্চাইজির আগের দুটি ছবি ও টিভি সিরিজে বসলির ভূমিকায় অভিনয় করেছেন পুরুষরা।

১৯৭৬ সালে টিভিতে প্রথম প্রচারিত হয় “চার্লি’স অ্যাঞ্জেলস”। এতে তিন আবেদনময়ী গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেন ফারাহ ফসেট, কেট জ্যাকসন ও জ্যাকলিন স্মিথ। অদৃশ্য বস চার্লি টাউনসেন্ডের বলে দেওয়া মিশনে যান তারা।

২০০০ সালে হলিউডে তৈরি হয় টিভি সিরিজ অবলম্বনে ছবি “চার্লি’স অ্যাঞ্জেলস”।
এতে অভিনয় করেন ক্যামেরন ডিয়াজ, ড্রু ব্যারিমোর ও লুসি লিউ। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত “চার্লি’স অ্যাঞ্জেলস: ফুল থ্রোটল” ছবিতেও ছিলেন তারা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM