৪শ’ বাস শ্রমিককে খাদ্য সহায়তা দিলেন ফজলে করিম

করোনা মোকাবেলায় চারশ’ বাস শ্রমিকের মধ্যে খাদ্য বিতরণ করলেন রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

- Advertisement -

বুধবার (৮ এপ্রিল) সকালে রাউজান সরকারি কলেজ মাঠে পরিবহণ শ্রমিকদের মধ্যে এ খাদ্য বিতরণ করা হয়।

- Advertisement -google news follower

খাদ্য বিতরণকালে তিনি শ্রমিকদের উদ্দেশে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্যে বলেন, করেনাভাইরাসের কারণে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কসহ ১৩টি সড়কে চলাচলকারী যাত্রীবাহি বাস শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এ কর্মহীন পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তিনি সরকার ও উপজেলা প্র্রশাসনের নির্দেশনা মেনে সকলকে করোনাভাইরাস থেকে রক্ষা করার আহ্বান জানান।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

- Advertisement -islamibank

এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্ল্যাহ, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইউনুছ, সাধারণ সম্পাদক খোরশেদুল আলম, শ্রমিক নেতা জালাল উদ্দিন চুনচুন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, আবু সালেক, ছাত্রলীগ নেতা আশিফ, মেজবাহ উদ্দিন ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM