প্রাণভিক্ষা পাবেন না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ। আত্মস্বীকৃত এ খুনির প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন।
মাজেদের প্রাণভিক্ষার আবেদন স্বরাষ্ট্রমন্ত্রণালয় হয়ে বঙ্গভবনে পৌঁছায়। এরপরই তা খারিজ করে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাই দণ্ড কার্যকরে কারা কর্তৃপক্ষের সামনে আর কোনো বাধা রইল না।
প্রসঙ্গত, মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মাজেদ। তিনি দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন।
জয়নিউজ