মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে এ ভাইরাস। মাত্র ৯৯ দিনের ব্যবধানে ভাইরাসটি বিশ্বের ২০৯টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে ছড়িয়ে পড়ে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬ হাজার ৩৬১ জন। মৃতের সংখ্যা ৮৮ হাজার ১০০ জন। প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে লড়াই করে এখন পর্যন্ত সেরে উঠেছে ৩ লাখ ১৯ হাজার ২৯২ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ৭৬৯। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে স্পেন। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ২২০ জন। ইতালিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৯৫০ জন। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ১১৩ জন।
এছাড়া চীনে ৮১ হাজার ৮০২ জন, ইরানে ৬৪ হাজার ৫৮৬ জন, যুক্তরাজ্যে ৬০ হাজার ৭৩৩ জন, তুরস্কে ৩৮ হাজার ২২৬ জন আক্রান্ত হয়েছে।
করোনা আক্রান্ত ও মৃতের দিক দিয়ে শীর্ষ কয়েকটি দেশ:
দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
যুক্তরাষ্ট্র | ৪,২৫,৭৬৯ | ১৪,৬০৪ | ২২,২০২ |
স্পেন | ১,৪৮,২২০ | ১৪,৭৯২ | ৪৮,০২১ |
ইতালি | ১,৩৯,৪২২ | ১৭,৬৬৯ | ২৬,৪৯১ |
ফ্রান্স | ১,১২,৯৫০ | ১০,৮৬৯ | ২১,২৫৪ |
জার্মানি | ১,১২,১১৩ | ২,২০৮ | ৩৬,০৮১ |
চীন | ৮১,৮০২ | ৩,৩৩৩ | ৭৭,২৭৯ |
ইরান | ৬৪,৫৮৬ | ৩,৯৯৩ | ২৯,৮১২ |
যুক্তরাজ্য | ৬০,৭৩৩ | ৭,০৯৭ | ১৩৫ |