প্রাণঘাতি করোনাভাইরাসের থাবায় ক্ষত বিক্ষত বিশ্বের বিভিন্ন দেশ। মিনিটে মিনিটে বাড়ছে লাশের বহর। এ সংক্রমণ রোধে বিভিন্ন দেশে চলছে লকডাউন। লকডাউনের কারণে প্রায় ফাঁকা রাস্তাঘাট।
এদিকে গৃহবন্দি অবস্থাতেই দিন কাটাচ্ছেন প্রতিটি দেশের বেশির ভাগ মানুষ। আর সেই সুযোগে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে করোনাভাইরাস!
শুনে হয়তো চমকে উঠার কথা। যেখানে এ করোনাভাইরাস খালি চোখে দেখার কথা নয় তবে এ করোনাভাইরাসকে খালি চোখে বেশ ভাল করেই দেখা যাচ্ছে। কারণ পুরো একটা গাড়িকেই করোনাভাইরাসের চেহারায় বদলে ফেলেছেন ভারতের হায়দরাবাদের জনৈক ব্যক্তি।
ঘটনার বিবরণে জানা গেছে, হায়দরাবাদের এক স্থানীয় গাড়ির মিউজিয়ামের মালিক সুধাকর করোনাভাইরাসের আদলেই বানিয়েছেন একটা গাড়ি। ১০০ সিসির এ গাড়ির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার।
এ বিষয়ে সুধাকর জানান, মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি করোনাভাইরাসের মতো দেখতে গাড়ি বানিয়েছেন তিনি। এ গাড়ি চালিয়ে বের হলে অনায়াসেই তিনি লকডাউনে রাস্তায় বের হওয়া মানুষের নজর কাড়তে পারছেন আর একই সঙ্গে এই ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করতে পারবেন।
তবে এমন উদ্যোগ এই প্রথমবার নয়। এর আগে এইচআইভি ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করতেও গাড়ি বানিয়েছিলেন তিনি। ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সকলকে সচেতন করতে হেলমেটের মতো দেখতে গাড়িও বানিয়েছিলেন সুধাকর। করোনা আতঙ্কের আবহে আবারও একই পথে নেমেছেন তিনি।