সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটি দায়িত্বগ্রহণ করেছেন। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় আইনজীবী ভবনের ১নং হলে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দায়িত্বগ্রহণ করেন।

- Advertisement -

কমিটির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

- Advertisement -google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সমিতির গঠনতন্ত্রের ১৪(২) অনুচ্ছেদ মোতাবেক বর্তমান নবনির্বাচিত কার্যকরী কমিটির মেয়াদ ১লা মে ২০২০ ইং থেকে ৩১ শে মার্চ ২০২১ ইং তারিখ পর্যন্ত। করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অনির্ধারিত ছুটি চলমান থাকায় আজ বিকেল ৪টা ৩০ মিনিটে বর্তমান নবনির্বাচিত কার্যকরী কমিটি দায়িত্বভার গ্রহণ করলেন।’

কমিটিতে এএম আমিন উদ্দিন সভাপতি, মো. মনিরুজ্জামান সিনিয়র সহসভাপতি, মো. আবদুল জব্বার ভূঁইয়া সহসভাপতি, মো. রুহুল কুদ্দুস কাজল সম্পাদক, রাগীব রউফ চৌধুরী কোষাধ্যক্ষ, মোহাম্মদ ইমতিয়াজ ফারুক সিনিয়র সহসম্পাদক ও মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া সহসম্পাদক হিসেবে রয়েছেন।

- Advertisement -islamibank

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মার-ই-য়াম খন্দকার, মো. হুমায়ুন কবির, আমিরুল ইসলাম খোকন, মো. মোহাদ্দেস উল ইসলাম টুটুল, মোহাম্মদ মশিউর রহমান, মো. মহসিন কবির ও মো. সাইফ উদ্দিন রতন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM