করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে লকডাউনের সময়সীমা আরো ১২ দিন বাড়লো। যা আগামী ৩ মে পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভারতের করোনা পরিস্থিতি নিয়ে টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশে ভাষণে তিনি এ নিদের্শনা দেন।
এসময় মোদি জানান, ভারতে ইতোমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৬৩ জন, মারা গেছেন ৩৩৯ জন। আগামী ৩ মে পর্যন্ত ভারতের সবাইকে লকডাউনে থাকতে হবে। অন্য এলাকায় করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে আমি সবাইকে অনুরোধ জানাই।
মোদি ভাষণে আরো জানান, করোনা মোকাবিলায় আগামী এক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। এ সময়ে যেকোনো সম্ভাব্য এলাকাকে করোনার হটস্পটে পরিণত হতে পারে। তাই হলে ওই এলাকাকে আইসোলেশন করা হবে। আগামী এক সপ্তাহ করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরালো হবে। আরও আঁটসাঁট করা হবে লকডাউন।
করোনাকে আর বাড়তে না দেওয়া আমাদের নিশ্চিত করতেই হবে। সে জন্য হটস্পটগুলোকে বিচ্ছিন্ন করা হবে।