লোহাগাড়া লকডাউন

করোনা বিস্তার ঠেকাতে লোহাগাড়া উপজেলা লকডাউন ঘোষণা করেন স্থানীয় উপজেলা প্রশাসন। পাশ্ববর্তী সাতকানিয়া উপজেলায় করোণা পরিস্থিতির সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ লকডাউন ঘোষণা করা হয়।

- Advertisement -

বুধবার (১৫ এপ্রিল) লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌছিফ আহমেদ জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ১৫ এপ্রিল বুধবার রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ লকডাউন চলবে। এসময় লোহাগাড়া থেকে বের হবার এবং প্রবেশ পথ সব বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি লোহাগাড়ার ৯ ইউনিয়েনের প্রবেশ ও বাইর হওয়ার পথসমূহ বন্ধ রাখতে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের নির্দেশ প্রদান করা হয়েছে।

- Advertisement -google news follower

লোহাগাড়া ওসি মো. জাকির হোসেন মাহমুদ জানান, এ ব্যাপারে পুলিশ প্রশাসনের মাধ্যমে স্থানীয় জনসাধারনকে লকডাউন আইন মানার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে।

জয়নিউজ/পুষ্পেন/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM