সামাজিক দূরত্ব না মানায় লোহাগাড়ায় জরিমানা

লোহাগাড়া উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় ৫ জনকে পাঁচ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে লোহাগাড়া উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

- Advertisement -google news follower

অভিযানকালে সামাজিক দূরত্ব না মানায় মো. হাসানকে ৫০০ টাকা, সালাউদ্দিনকে ১ হাজার টাকা, আব্দুস সামাদকে ৩০০ টাকা, মো. ইরফানকে ১ হাজার টাকা, জনসমাগম করে বাড়ি নির্মাণ করায় সরোয়ার কামালকে ৩ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা ৮০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নীলুফা ইয়াসমিন জানান, লোহাগাড়ায় বর্তমান লকডাউন পরিস্থিতিতে সরকানি নির্দেশনা উপেক্ষা করে অযথা ঘুরাঘুরি, সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে এ দণ্ড প্রদান করা হয়। প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।

জয়নিউজ/পুষ্পেন/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM