লক্ষ্মীপুর সদর উপজেলায় হৃদরোগ ও হাইপার টেনশন রোগী সর্দি ও জ্বর উপসর্গে একজন মারা গেছেন। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ৫টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। এছাড়া ওই ৫ বাড়ির ১০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আব্দুল গফফার। তিনি বলেন,লক্ষ্মীপুরে ২৪ ঘন্টায় ৯৫১ জন বেড়ে মোট হোম কোয়ারেন্টাইন আছেন ১৯৩৫ জন। নতুন করে একজনসহ আইসোলেশনে আছেন তিন জন। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ জন।
এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখতে জেলায় ষষ্ঠ দিনের মতো লকডাউন চলছে।