চট্টগ্রামে একমাত্র বিআইটিআইডির পর করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য প্রস্তুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)। কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত হচ্ছে করোনা শনাক্তের পিসিআর মেশিন।
সোমবার (২০ এপ্রিল) ঢাকা থেকে করোনা পরীক্ষার ১ হাজার কিটসহ পিসিআর মেশিন চট্টগ্রামে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর।
তিনি বলেন, আজ সকালে ১ হাজার কিটসহ পিসিআর মেশিন চট্টগ্রাম এসে পৌঁছেছে। ল্যাবও পুরোপুরি প্রস্তুত। তবে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আজ রাতে আসবে। তারা সব সেট করে মেশিন ইনস্টল করবে। মোটামুটি আগামী ২-৩ দিন পর কলেজে নমুনা পরীক্ষা করা যাবে।
চমেকে করোনা শনাক্তের মেশিন বসানো থেকে শুরু করে পুরো বিষয়টি তদারকি করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
জয়নিউজ/এসআই