সাধারণ ছুটি বাড়ছে আরও ৭ দিন

সাধারণ ছুটির মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসঙ্গে রমজানে ইফতারের বাজার নিয়ে সিদ্ধান্তের জন্য সভা করার কথা বলেন তিনি।

- Advertisement -

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে তিনি একথা বলেন। তিনি বলেন, কাল বা পরশু মন্ত্রণালয়ে সভা হবে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে। সরকার লকডাউন ঘোষণা না করলেও তা এক প্রকার অব্যাহত আছে। মূলত সময় বাড়ানো হবে মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে এর বাইরে কোনো ওষুধ নেই। এ কারণে জনগণকে ঘরে থাকতে হবে।

- Advertisement -google news follower

তিনি আরো বলেন, আসন্ন রমজানে ইফতারের বাজার বসবে না। ২/১ দিনের মধ্যে এ বিষয়ে বৈঠক হবে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে রমজান নিয়ে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM