ভাড়া দিতে দেরি হওয়ায় পানির সংযোগ বিচ্ছিন্ন করলেন কাউন্সিলর

নগরে বাসাভাড়া দিতে দেরি হওয়ায় ভাড়াটিয়াদের পানির সংযোগ কেটে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাবেদ।

- Advertisement -

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত দশটা থেকে নগরের চৌমুহনী এলাকায় তার মালিকানাধীন জাবেদ টাওয়ারের পানির সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

- Advertisement -google news follower

এ সময় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। ভবনে বসবাসকারীরা জানায়, করোনাভাইরাসের এই দুর্যোগ পরিস্থিতিতে আর্থিক সমস্যার কারণে আমরা গত মাসে ভাড়া পরিশোধ করতে পারিনি। গতকাল ভবনের ম্যানেজার ও কেয়ারটেকার এসে ভাড়া পরিশোধ করতে বলেন। এরপর থেকে পানির সংযোগ কেটে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে কাউন্সিলর মো. জাবেদকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

- Advertisement -islamibank

নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) শ্রীমা চাকমা বলেন, এই ধরনের কোনো ঘটনা আমরা শুনিনি। থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

জয়নিউজ/হিমেল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM