নগরে বাসাভাড়া দিতে দেরি হওয়ায় ভাড়াটিয়াদের পানির সংযোগ কেটে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাবেদ।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত দশটা থেকে নগরের চৌমুহনী এলাকায় তার মালিকানাধীন জাবেদ টাওয়ারের পানির সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।
এ সময় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। ভবনে বসবাসকারীরা জানায়, করোনাভাইরাসের এই দুর্যোগ পরিস্থিতিতে আর্থিক সমস্যার কারণে আমরা গত মাসে ভাড়া পরিশোধ করতে পারিনি। গতকাল ভবনের ম্যানেজার ও কেয়ারটেকার এসে ভাড়া পরিশোধ করতে বলেন। এরপর থেকে পানির সংযোগ কেটে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে কাউন্সিলর মো. জাবেদকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) শ্রীমা চাকমা বলেন, এই ধরনের কোনো ঘটনা আমরা শুনিনি। থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।