চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরের লালখান বাজার, বালুচরা ও ফটিকছড়ির একজন করে, অন্যজন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।
ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৬৫টি নমুনা পরীক্ষার পর চারজনের করোনা শনাক্ত হয়।
বুধবার (২২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
তিনি বলেন, আজ ১৬৫ নমুনায় চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন নগরের, একজন ফটিকছড়ির ও অন্যজন লক্ষ্মীপুর জেলার।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪৩ জন। এদের মধ্যে থেকে ৭ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন, ৫ জন মারা গেছেন।