সাভারে মাথার চুল বিক্রি করে শিশু খাদ্য কেনা সংক্রান্ত মিথ্যা সংবাদ প্রকাশের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ (এপ্রিল) রাত ৮টায় সাভার মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে এই মামলা করেন ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা রমিজউদ্দিন ভূঁইয়া মিশু।
মামলার আসামিরা হচ্ছেন- ফেসবুকে সেইভ সাভার আইডির এ্যাডমিন রাজিব মাহমুদ (৩২), উমর ফারুক (৪০) এবং ওবায়দুর রহমান অভি (৫০)।
মামলার তথ্য বিবরণী সূত্রে জানা যায়, মামলার বাদীর বাড়ির ভাড়াটিয়া সাথি আক্তার দেড় মাস পূর্বে খুশকি জনিত কারণে মাথার চুল ফেলে দেন আর সেই সুযোগটি লুফে নিয়ে গুজব ছড়ানো হয় যে করোনা ভাইরাসের কারণ গৃহবধূ মাথার চুল বিক্রি করেছেন।
তিনি দাবি করেন, সারাদেশব্যপী সরকারের ত্রাণ কার্যক্রমের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমনটি করছেন তারা।
জয়নিউজ/এসআই