প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় চট্টগ্রামে কৃষকের বোরো ও ইরি ধান কেটে দিচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মাঠে ধান কেটে তা কৃষকের বাড়িও পৌঁছে দিচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ ও দক্ষিণ জেলা ছাত্রলীগ বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম শুরু করেছে। এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে রাঙ্গুনিয়ায় কৃষকের ধান কেটে দিচ্ছে স্থানীয় কৃষকলীগের নেতাকর্মীরা
সংগঠন সূত্রে জানা যায়, উত্তর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ফটিকছড়ি, মিরসরাইসহ বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে তা বাড়িতে পৌঁছে দিচ্ছেন। দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরাও আনোয়ারা, পটিয়া ও সাতকানিয়াসহ বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে দিচ্ছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) মিরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া এলাকার আলাউদ্দিন নামে এক কৃষকের এক কানি ও একই ইউনিয়নের অন্য কয়েকজন কৃষকের ধান কেটে তা বাড়িতে পৌঁছে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ফটিকছড়ি, মিরসরাইসহ বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ। আমরা ধান কেটে তা কৃষকের বাড়িতেও পৌঁছে দিচ্ছি। এছাড়া অনেক কৃষক, যারা করোনার কারণে কষ্ট করছে তাদের আর্থিক সহযোগিতাও করছি আমরা।
এখনও সব এলাকায় ধান পাকতে শুরু করেনি। যেসব এলাকায় পেকেছে আপাতত ওইসব এলাকার কৃষকদের সহযোগিতা করছি আমরা। পর্যায়ক্রমে উত্তর জেলার আওতাধীন সব উপজেলায় আমাদের এ কার্যক্রম চলবে।- যোগ করেন তিনি।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের বলেন, বিভিন্ন এলাকায় অসহায় কৃষক ভাইদের পাশে দাঁড়িয়েছি আমরা। যাদের পাকা ধান জমিতে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে তাদের আমরা সহযোগিতা করছি। ধান কেটে দিচ্ছি, সঙ্গে তাদের বাড়িতে পৌঁছাতেও সহযোগিতা করছি। দক্ষিণ জেলার আওতাধীন সব উপজেলায় এ কার্যক্রম শুরু করেছি আমরা।
এদিকে উত্তর জেলা কৃষকলীগ ও দক্ষিণ জেলা কৃষকলীগের নেতাকর্মীরাও বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে দিচ্ছেন বলে জানা যায়।
দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি মো. আতিকুর রহমান চৌধুরী বলেন, কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষকলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার পটিয়ার আশিয়া, জিরিসহ বিভিন্ন এলাকায় ধান কেটে দিয়েছি আমরা। কৃষকলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো এলাকায় কৃষক সমস্যায় পড়লে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য।