লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ বজ্রপাতে ২ জনের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুরে পৃথকস্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চারদিনের ব্যবধানে জেলার পৃথকস্থানে তিন কৃষকসহ চারজনের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বজ্রপাতে রামগঞ্জে মারা যায় দুলা মিয়া নামে এক কৃষক। এছাড়া একই ঘটনায় মারা যায় রায়পুর উত্তরচর আবাবিল এলাকায় এসএসসি ফলপ্রার্থী মুন্নী আক্তার নামে এক শিক্ষার্থী।

- Advertisement -google news follower

বজ্রপাতে মৃত দুলা মিয়া রামগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের চৌকিদার বাড়ীর মৃত বজল হকের ছেলে ও মুন্নি আক্তার উত্তরচর আবাবিল ৬নং ওয়ার্ডের মনির হোসেন গাজীর মেয়ে।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী জানান, রায়পুর উত্তরচর আবাবিলে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি স্থানীয় চেয়ারম্যান তাকে জানিয়েছেন। এঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তিনি । খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জয়নিউজ/মনির/এসআআ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM