লোহাগাড়ার চুনতিতে মুরগির বাচ্চা খেতে এসে ধরা পড়লো প্রায় ৫ কেজি (৮ ফুট লম্বা) ওজনের এক অজগর। ইউনিয়নের রশিদারঘোনা এলাকায় ইউপি সদস্য ফরিদ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
রোববার (২৬ এপ্রিল) সকালে চুনতি অভয়ারণ্যে অজগরটিকে অবমুক্ত করা হয়েছে।
জানা যায়, চুনতি ইউনিয়নের রশিদারঘোনা এলাকায় ইউপি সদস্য ফরিদ উদ্দিনের বাড়ির পিছনে মুরগির বাচ্চা খেতে আসলে বাড়ির লোকজন দেখতে পায়।
বাড়ির মালিক ফরিদ উদ্দিন জয়নিউজকে বলেন, সাপটি কেউ কেউ মেরে ফেলতে চাইলে আমি সাপটিকে উদ্ধার করে অভয়ারণ্য কর্মকর্তাদের খবর দেই।
এ ব্যাপারে চুনতি অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা মঞ্জু আলম জয়নিউজকে বলেন, খবর পেয়ে সাপটিকে আমরা উদ্ধার করে চুনতি নিয়ে আসি। খাদ্যের সন্ধানে এসে সাপটি মানুষের হাতে ধরা পড়ে। চুনতি অভয়ারণ্যের ভেতর প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রের নিকটে অজগরটিকে অবমুক্ত করা হয়েছে।