করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য সকল শ্রেণী ও পেশার মানুষ ঘরের মধ্যে বসবাস করছেন। এ দুঃসময়ে রাউজানের ১৪ ইউনিয়নে দফাদার ও গ্রামপুলিশের সদস্যরা জীবনের ঝুকিঁ নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর দেওয়া উপহার তাদের কাছে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ খাদ্যসামগ্রী বিতরণকালে টেলিকনফারেন্সের মাধ্যমে জীবনের ঝুকিঁ নিয়ে করোনাভাইরাস মোকাবেলায় কাজ করায় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী গ্রামপুলিশদের অভিনন্দন জানান ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ প্রমুখ।