গ্রীষ্মকালীন ফলের মধ্যে আমের পরেই যে ফলটি সবার প্রিয় সেটি হলো লিচু। একসময় নগরে বাড়ির উঠানে খালি জায়গায় দেখা যেত বড় বড় লিচু গাছ। কিন্তু অপরিকল্পিত নগরায়নে এখন আর তেমন বড় লিচু গাছ দেখা যায় না।
অনেকে শখ করে বাড়ির ছাদে অথবা পাশের ছোট্ট খোলা জায়গায় লাগান উন্নত জাতের ছোট ছোট লিচু গাছ। আর এসব লিচুর গাছে এখন সবুজ পাতা আর ফলের সমারোহ। চারিদিকে লিচুর মৌ মৌ গন্ধ। প্রায় সব গাছেই ফলন এসে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যেই খাওয়ার উপযোগী হবে এ লিচুগুলো।
বুধবার (২৯ এপ্রিল) ফয়’স লেক এলাকা থেকে ছবিগুলো তোলা।