ঈদযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিন: যাত্রীকল্যাণ সমিতি

করোনা সংক্রমণ রোধে আসন্ন ঈদুল ফিতরে রাজধানী ও অন্যান্য শহর থেকে গ্রামের বাড়ি যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি

- Advertisement -

বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিবৃতিতে যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ আহ্বান জানান।

- Advertisement -google news follower

বিবৃতিতে তিনি বলেন, ‘ঈদের ছুটি কাটাতে প্রতি বছর ঈদে ঢাকাসহ দেশের প্রধান প্রধান শহর থেকে সাড়ে তিন কোটির বেশি মানুষ গ্রামের বাড়ি যাতায়াত করেন। করোনার মধ্যেও এবার ঈদের ছুটি কাটাতে শহরের লোকজন গ্রামের বাড়ি যাবে বলে মনে করছি। এতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে।’

তিনি বলেন, ‘ইতোপূর্বে সরকারি ছুটি ঘোষণা করার ফলে লাখো মানুষ ঢাকা ছাড়ার দৃষ্টান্ত আমরা প্রত্যক্ষ করেছি দেখেছি। আবার গণপরিবহন বন্ধ রেখে দুই দফা গার্মেন্টস, কল-কারখানা সীমিত আকারে চালু করতে গিয়ে পায়ে হেঁটে শ্রমিকদের কর্মস্থলে যাতায়াত করতে দেখেছি।’

- Advertisement -islamibank

তিনি বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে ইন্দোনেশিয়াসহ পৃথিবীর বহুদেশে ঈদে গ্রামের বাড়ি যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশেও জরুরিভিত্তিতে ঈদে বাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি স্থানীয় প্রশাসন বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেম্বাররা তাদের স্ব স্ব এলাকায় নগরফেরত কোনো লোকজন যেন গ্রামে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM