গাজীপুর সিটি করপোরেশনের যেসব ওয়ার্ডে করোনাভাইরাস সংক্রমণ নেই, সেসব ওয়ার্ডের মসজিদ স্বাভাবিকভাবে নামাজ আদায়ের জন্য খুলে দেওয়ার ঘোষণা থেকে সরে এলেন মেয়র অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় তিনি বলেন, সরকারের নির্দেশনাই মেনে চলতে হবে। আমি আমার আগের বক্তব্য থেকে সরে এসেছি।
আরো পড়ুন: মসজিদ খোলার ঘোষণা গাজীপুরের মেয়রের!
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) ফেসবুকে এক ভিডিও বার্তায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ঘোষণা দিয়েছিলেন, আগামী শুক্রবার থেকে সিটির করোনামুক্ত এলাকাগুলোর মসজিদে গিয়ে নামাজ পড়তে মুসল্লিদের কোনও বাধা থাকবে না। তবে একদিন পরেই তিনি এই কথা ফিরিয়ে নিলেন।
মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘গার্মেন্টস খুলে দিয়েছে, এ জন্য রিস্কে আছি। এছাড়া পরিবেশটা বলা যাচ্ছে না। সার্বিক দিক বিবেচনা করে আমি আমার আগের বক্তব্য থেকে সরে এসেছি। সরকারের যে বক্তব্য সেটাই আমার বক্তব্য।’ পাশাপাশি তিনি গাজীপুর সিটির নাগরিকদের সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন।