লোহাগাড়া উপজেলার কর্মহীন হতদরিদ্র, পথশিশু ও ভিক্ষুকদের পাশে দাঁড়িয়েছে তরুণ শিক্ষার্থীদের সংগঠন ‘এক টাকায় আনন্দ’।
সোমবার (৪ এপ্রিল) উপজেলার বিভিন্ন ইউনিয়নে শত দুস্থ পরিবারের মাঝে বিভিন্ন ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির কর্মীরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক শিক্ষার্থী মিনার মাহমুদ ও নির্বাহী সদস্য মো. নাবিল।
জানা যায়, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২৯ জন তরুণ শিক্ষার্থীকে নিয়ে সামাজিক দায়বদ্ধতার সংকল্পে সংগঠনটির যাত্রা শুরু হয়। পথশিশু ও দুস্থদের এক টাকার বিনিময়ে আহার ছাড়াও বিতরণ করে শিক্ষা উপকরণ ও পোশাক সামগ্রী।
সংগঠনের নির্বাহী পরিচালক চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী জাবের হোসাইন সাকিব জয়নিউজকে বলেন , আমরা চাই দেশের লকডাউন পরিস্থিতিতে হতদরিদ্র, এতিম, পথশিশু এবং ভিক্ষুকদের জন্য কিছু করি। নিজেদের টিফিনের টাকা থেকে জমানো অর্থ দিয়ে মূলত আমরা সংগঠনের কাজ চালাই। পাশাপাশি বিভিন্ন ব্যক্তিও উৎসাহী হয়ে আমাদের এ কাজে সহযোগিতা করেন।
জয়নিউজ/পুষ্পেন/বিআর