লোহাগাড়া উপজেলায় ঢাকাফেরত এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। ১২ দিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে তিনি ঢাকা থেকে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় আসেন।
মঙ্গলবার (৫ মে) লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হানিফ এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, রোকন উদ্দিন নামে ওই যুবক ঢাকায় হাইকোর্টে কাজ করেন। ঢাকায় তার শরীর খারাপ হলে ওখানে করোনা পরীক্ষা করেন এবং তাতে করোনা শনাক্ত হয়নি। ফলে তিনি গ্রামের বাড়ি চলে আসেন।
এ ব্যাপারে ডা. মো. হানিফ বলেন, তার শরীর অসুস্থ হলে কিছুদিন আগে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে বিআইটিআইডিতে পাঠাই। নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। তাকেসহ লোহাগাড়ায় ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ জানান, করোনা শনাক্তের খবর পেয়ে তার বাড়ি লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা বাড়িতে অবস্থান করবেন।