সাতকানিয়ায় সাংবাদিকদের সুরক্ষাসামগ্রী দিল কেএসআরএম

সাতকানিয়ায় সুরক্ষাসামগ্রী নিয়ে করোনাঝুঁকিতে থাকা গণমাধ্যমকর্মীদের পাশে দাঁড়িয়েছে কেএসআরএম।

- Advertisement -

সম্প্রতি কেএসআরএমের পক্ষে সাংবাদিক প্রতিনিধিদের হাতে  সুরক্ষাসামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম।

- Advertisement -google news follower

এসময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন ও দায়বদ্ধতার কারণে লকডাউনের সময়ও ঘরে বসে থাকার সুযোগ নেই তাঁদের। তাই কেএসআরএম সাতকানিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের পক্ষ থেকে সাংবাদিকদের এসব সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছে।

এসময় সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, মনজুর আলম, মো. নাজিম উদ্দিনসহ সাতকানিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

গণমাধ্যমকর্মীরা জানান, বর্তমান পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনে এসব সুরক্ষাসামগ্রী আমাদের কাজের জন্য সহায়ক হবে। অতীতের মতো এবারও কেএসআরএম দুর্যোগকালীন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। আশা করছি ভবিষ্যতেও পাশে থাকবে।

জয়নিউজ/বিআর

 

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM