চট্টগ্রামে করোনায় বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এসকান্দর উল্লাহ (৫৪) নামে এক বিএনপি নেতা মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৯ জন মারা গেলেন।

- Advertisement -

বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

- Advertisement -google news follower

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ব্রংকাইটিসে আক্রান্ত ওই রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত ৩ মে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শুরু থেকেই তাকে আইসিইউতে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়। তিনি দুইদিন সুস্থ ছিলেন। আজ (বুধবার) সকালে হঠাৎ অবস্থার অবনতি হয়। এরপর তিনি মারা যান।

তিনি আরো বলেন, সম্ভবত তিনি ধূমপায়ী ছিলেন। আমাদের প্রচলিত যে চিকিৎসা, সেটি তাকে দেওয়া হয়েছে। কিন্তু বাঁচানো যায়নি।

- Advertisement -islamibank

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর জানান, মৃত এসকান্দর আগে নগরের সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM