অবশেষে পাওলো দিবালার করোনা জয়

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক মাসেরও বেশি সময়ের পর অবশেষে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেছেন পাওলো দিবালা।

- Advertisement -

আর্জেন্টাইন ফরোয়ার্ডের সাম্প্রতিক দুই টেস্টের ফলাফল কোভিড-১৯ নেগেটিভ এসেছে। বুধবার (৬ এপ্রিল) এমনটাই জানিয়েছে তার ক্লাব জুভেন্টাস।

- Advertisement -google news follower

ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়ন তুরিনের বুড়িরা জানায়, ২৬ বছর বয়সী তারকা করোনা থেকে সম্পূর্ণ হয়ে ওঠেছেন এবং তার আর দীর্ঘদিন হোম আইসোলেসনে থাকতে হবে না।

একইদিনে নিজের সুস্থ হয়ে ওঠার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন দিবালা। জুভ ফরোয়ার্ড তার অফিসিয়াল ইন্সটাগ্রামে নিজের হাস্যোজ্জ্বল এক ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার মুখই সবকিছু বলে দিচ্ছে। অবশেষে কোভিড-১৯ থেকে আরোগ্য লাভ করলাম।’

- Advertisement -islamibank

শুরুতেই ডিফেন্ডার ড্যানিয়েল রুদিগার ও মিডফিল্ডার ব্লেইস মাতুইদির করোনা পজিটিভ পাওয়া যায় জুভেন্টাস শিবিরে। এরপর ২১ মার্চ দিবালা এবং তার বান্ধবীও এই মরণঘাতি রোগে আক্রান্ত হোন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM