করোনাভাইরাস মোকাবিলায় চট্টগ্রামে ফিল্ড হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন চিকিৎসক বিদ্যুৎ বড়ুয়া। আধুনিক সুবিধার হাসপাতালটিতে শুধু করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশে এটিই প্রথম ‘ফিল্ড হাসপাতাল’।
চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এই হাসপাতালের করোনা রোগীদের সেবার জন্য ১৫ সেট অক্সিজেন এবং ওষুধ উপহার দিয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় ফিল্ড হাসপাতালের প্রধান নির্বাহী কমকর্তা ডা. বিদ্যুৎ বড়ুয়ার কাছে অক্সিজেন এবং ওষুধ তুলে দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপনের মাধ্যমে এগুলো হস্তান্তর করেন কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা ও সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
এ সময় সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, করোনা মোকাবিলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং সবসময় পাশে থাকবে। দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় কমিউনিটি পুলিশিং ভূমিকা রাখবে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির এডিশনাল কমিশনার ট্রাফিক মোস্তাক আহমেদ, এডিশনাল কমিশনার ডিসি হেড কোয়াটার জাফর, ব্যবসায়ী মসলিম উদ্দীন, জসিম উদ্দীন ও জহির উদ্দীন ।