চট্টগ্রামের সিভাসুতে গত ২৪ ঘণ্টায় ৬১ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এদের সম্পর্কে বিস্তারিত শুক্রবার (৮ মে) সকালে জানানো হবে বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এদিকে বিআইটিআইডির ল্যাবে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৪ জন নগরের। আক্রান্ত অন্য পাঁচজনের মধ্যে তিনজন লোহাগাড়ার এবং সাতকানিয়া ও নোয়াখালীর একজন করে।
নগরে আক্রান্তদের মধ্যে আকবরশাহ একজন (২৪), হালিশহরের দুইজন (৫৫) ও (৩৮), সাগরিকার একজন মৃত (৬০), দক্ষিণ নালাপাড়া একজন (৩৫), এনায়েত বাজার দু’জন (৬০) ও (৩১), ঈদগাহ দুইজন (৫১) ও (৩৫), রাহাত্তারপুল একজন (১১), পাঁচলাইশ একজন (৪০), শুলকবহর একজন (১০), কোতোয়ালি (৪৪) এবং কর্ণেলহাটের একজন (৫৭)।
লোহাগাড়া উপজেলার (৩৭) ও (৪৫), আরেকজন মহিলা, তিনি কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া সাতকানিয়া উপজেলায় একজন (৩৮)।
বৃহস্পতিবার (৭ মে) বিআইটিআইডি ল্যাবে ১৯৮টি নমুনা পরীক্ষায় ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।