চট্টগ্রামে ৬১ নমুনায় রেকর্ড ৪০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সিভাসুর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে নগরের ২৬ জনসহ চার উপজেলার ১৪ জন রয়েছেন।
শুক্রবার (৮ মে) দুপুরে আক্রান্তদের বিস্তারিত জয়নিউজকে জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে নগরের সাগরিকা ১, বহদ্দারহাট ১, হালিশহর ৩, কসমোপলিটন ১, আগ্রাবাদ ১, মেহেদীবাগ ১, বাকলিয়া ৪, নাসিরাবাদ ১, মোগলটলী ১, ইপিজেড ২, সরাইপাড়া ১, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (কক্সবাজার) ১, ফিরিঙ্গীবাজার ১, দামপাড়া ১, আইসফ্যাক্টরী ১, মীর্জাপুল ১, সদরঘাট ১, আমবাগান রেলওয়ে কলোনি ১, সাগরিকা (কাজিরদীঘি) ১। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে একজন করোনা রোগী রয়েছেন, তিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকার বাসিন্দা।
এছাড়া চার উপজেলার ১৪ জনের মধ্যে সাতকানিয়া ৭, সীতাকুণ্ড ৫, হাটহাজারী ১ ও বোয়ালখালীর ১ জন রয়েছেন।