চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ২শ’ ছাড়াল

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়াল। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন আক্রান্তের খবর জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

- Advertisement -

শুক্রবার (৮ মে) ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

- Advertisement -google news follower

আক্রান্তদের মধ্যে পটিয়া ও সাতকানিয়া উপজেলায় ২ জন। নগরের হালিশহর এলাকায় দুই জনসহ ইপিজেড, কদমতলী, অক্সিজেন, পাহাড়তলী, দেওয়ানহাট এলাকায় মোট ৭ জনের শরীরে পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ও বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে দুইজন রোগী চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ১৮৩টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে ১১ জন চট্টগ্রাম জেলার এবং ২ জন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। এছাড়া আরও একজনের দ্বিতীয় দফা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া গেছে।

- Advertisement -islamibank

এদিকে সিভাসুর ল্যাবের রিপোর্ট তৈরি না হওয়ায় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি বলে জানান সিভিল সার্জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM